রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাকৃবি প্রশাসনের তৎপরতায় একদিনের মধ্যে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

বাকৃবি প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ১৯:২৯
বাকৃবি প্রশাসনের তৎপরতায় একদিনের মধ্যে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের তৎপরতায় ২৪ ঘন্টারও কম সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

অধ্যাপক আরিফুল ইসলাম এসম্পর্কে যায়যায়দিনকে বলেন, গতকাল সকাল ৯টায় মাইক্রোবাস ও টায়ার চুরির তথ্য পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি ডিবি পুলিশকেও বিষয়টি জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়। রাত ১২টায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পার হয়ে ময়লাকান্দি নামক জায়গায় একটি ফিলিং স্টেশনে চুরি হওয়া গাড়িটির অবস্থানের তথ্য পায়। গাড়িটি শনাক্ত ও উদ্ধারের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা সুপারভাইজার, পরিবহন শাখার সুপারভাইজার, একজন ড্রাইভার ও নিরাপত্তা কর্মীসহ ঘটনাস্থলে পৌঁছান এবং গাড়িটি বাকৃবির চুরি হওয়া ওই গাড়ি হিসেবে নিশ্চিত করেন৷ পরবর্তীতে পুলিশকে জানিয়ে রাত দেড়টায় গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। তবে টায়ার ও চোরকে ধরা এখনও সম্ভব হয় নি। পুলিশ এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও হারানো টায়ার খুজে পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম জানান, পরিবহন শাখার এক কর্মচারীর তথ্যের ভিত্তিতে ময়মনসিংহে শম্ভুগঞ্জের ময়লাকান্দি নামক এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়িটির অবস্থানের কথা জানা যায়। ওই তথ্যের উপর ভিত্তি করেই আমরা ঘটনাস্থলে যাই এবং গাড়িটি ক্যাম্পাসের চুরি হওয়া গাড়ি হিসেবে শনাক্ত করি। তবে গাড়িটি লক করা ও তেলের লাইন খোলা অবস্থায় পড়ে ছিলো। গাড়ির পেছনের দরজা খোলে চাবি পাওয়া যায় এবং ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

উল্লেখ, এর আগে গত ৫ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুইজন ব্যক্তি যাদের একজন বোরকা পরিহিত, দেয়াল টপকে পরিবহন শাখায় প্রবেশ করে। তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা কেটে চারটি টায়ার বের করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) তুলে। পরে প্রধান গেটের তালা ভেঙে মাইক্রোবাসসহ পালিয়ে যায়। চারটি টায়ারের মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি এবং ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে