সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সম্প্রীতির মেলবন্ধনে খুবিতে গণ ইফতার

খুবি প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ২০:০৯
সম্প্রীতির মেলবন্ধনে খুবিতে গণ ইফতার
ছবি: যায়যায়দিন

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে নেই কোনো হানাহানি কিংবা রাজনৈতিক কলহ। সকল ধর্ম, বর্ণের ছাত্রছাত্রীর মধ্যে নেই বৈষম্য। তেমনই দৃষ্টান্ত খুবির গণ ইফতার, এখানে সকল ধর্মের শিক্ষার্থী একসাথে ইফতার করেছে। ইফতার আইটেম ছিলো মুসলিম শিক্ষার্থীদের জন্য গরুর তেহরি খেজুর ও সরবত এবং অমুসলিম শিক্ষার্থীদের জন্য ছিলো মুরগির তেহরী, খেজুর ও সরবত।

শনিবার (৮ মার্চ) খুবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারে আগত প্রায় আড়াই হাজার রোজাদার মুগ্ধ হন তার ইসলামী গানে। শিক্ষার্থীসহ সাধারণ রোজাদার আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন।

এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। ইফতারির আগে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস ।

মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।

ইফতারিতে অংশ নেওয়া খুবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করে।

ইফতার মাহফিলের আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকল শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবে পরিণত হয় । প্রায় আড়াই হাজার রোজাদার একসাথে এই ইফতারিতে শামিল হন বলে ধারণা করা হচ্ছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে