রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শাবিতে কোটায় ভর্তি আপাতত স্থগিত

শাবি প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৭:৪৯
শাবিতে কোটায় ভর্তি আপাতত স্থগিত
ছবি: যায়যায়দিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটার ব্যবহার আপাতত স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তিতে আপাতত সব ধরনের কোটা স্থগিত করা হয়েছে। তবে আমরা যৌক্তিক কিছু কোটা রাখার চিন্তা করেছি। ভর্তি কমিটির সুপারিশের ভিত্তিতে যতটুকু কোটা রাখা যৌক্তিক সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ২৮টি বিভাগ মিলে আসন আছে ১ হাজার ৬৭১টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে (এ ইউনিট) ৯৮৫টি এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগে (বি ইউনিট) আসন আছে ৫৮১টি। এ ছাড়া কোটায় ১০৫টি (অতিরিক্ত হিসেবে বিবেচনা) আসন আছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী/জাতিসত্তা/হরিজন–দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা–শ্রমিক কোটা ৫ ও বিকেএসপি (খেলোয়াড়) কোটায় ১০টি আসন আছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, কোটা স্থগিত করা হলেও মোট মেরিট লিস্টে কোনো পরিবর্তন হবে না। আগের মেরিট লিস্ট বহাল থাকবে। কোটার সিটকে এক্ষেত্রে অতিরিক্ত আসন হিসেবে বিবেচনা করা হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে