রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জঙ্গি নাটকে গুম হওয়া খুবির দুই শিক্ষার্থীর মুক্তির দাবি

খুবি প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৮:৫০
জঙ্গি নাটকে গুম হওয়া খুবির দুই শিক্ষার্থীর মুক্তির দাবি
ছবি: যায়যায়দিন

জঙ্গি নাটক সাজিয়ে ৫ বছরেরও অধিক সময় ধরে কারাবন্দী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক দুই শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দী শিক্ষার্থীরা হলেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও একই ব্যাচের পরিসংখ্যান ডিসিপ্লিনের মো. মোজাহিদুল ইসলাম।

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ, কারাবন্দীদের সহপাঠী, পরিবার ও আত্মীয়স্বজনসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

মানবন্ধনে কারাবন্দী শিক্ষার্থীদের সহপাঠীরা বলেন, দ্রুতই তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং এই মিথ্যা মামলা তৈরির নেপথ্যে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। অপরাধ প্রমাণ হয়নি, তবুও বছরের পর বছর জেলে আছেন। আমরা আর কতদিন নিরপরাধ বন্ধুদের অন্যায় কারাবাস সহ্য করবো? আমরা চাই অতিদ্রুত তাদের মুক্তি, যেন আসন্ন ঈদের আনন্দ তারা আমাদের সাথে একসাথে ভাগ করে নিতে পারি।

মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন, তিনি বলেন ৫ বছর জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দুই সিনিয়র ভাইকে জেলে রেখেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মদদে তাদের গ্রেফতার করা হয়। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। মুক্তি দিতে কোনোরকম বিলম্ভ করলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাবো।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তুলে ধরেন তমিজ উদ্দিন, দাবিগুলো হলো ১) দুই শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দিতে হবে ২) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে লেখাপড়া শেষ করার সুযোগ দিতে হবে ৩) বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে যারা এই গুমের কাজে জড়িত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী শাস্তি দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, তিনি বলেন, তাদের বিরুদ্ধে থাকা দুটি মামলায় ইতোমধ্যে জামিন মিলেছে। আমরা শিগগিরই একটি তদন্ত প্রতিবেদন জমা দিবো, যেখানে এই মামলার সকল দিক বিশ্লেষণ করে প্রকৃত সত্য উন্মোচিত করা হবে। যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কারাবন্দী শিক্ষার্থীদের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবো বলে জানিয়েছেন।

আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, তিনি বলেন, জঙ্গি নাটক সাজানো তাদের নেশা এবং পেশা ছিল। আমি নিজেও অনেক বেশি ঝুকির মধ্যে ছিলাম কারণ আমার মুখে দাড়ি আছে। তাদের ইসলামের প্রতি ঘৃণা এতো বেশি ছিলো যে তারা বেছে বেছে এই ধরনের শিক্ষার্থীদের তারা জঙ্গি নাটক সাজিয়ে আটক করে জেলে ভরে নির্যাতন করতেন।আমরা দ্রুতই আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই এবং এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে