মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঢাবি সাংবাদিক সমিতির ইফতার, এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

ঢাবি প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৫, ২২:২৬
ঢাবি সাংবাদিক সমিতির ইফতার, এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন
ছবি : যায়যায়দিন

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এবারে প্রায় বিশটি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা এক ছাদের নিচে ইফতার মাহফিলে অংশ নেয়।

শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘গণঅভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন।

এবারের ইফতার মাহফিলে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এছাড়া নতুন ছাত্রসংগঠন হিসেবে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মাহির আলমসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সভাপতি রাকিবুলা ইসলাম রাকিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা।

উপস্থিত থাকা অন্যান্য সংগঠনগুলো হলো, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের দুই গ্রুপ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্রপক্ষ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে