শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের উদ্দেশ্যে পদবঞ্চিত ছাত্রদল নেতার খোলা চিঠি

শাবি প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৫, ১১:১৩
তারেক রহমানের উদ্দেশ্যে পদবঞ্চিত ছাত্রদল নেতার খোলা চিঠি
ছবি: যায়যায়দিন

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদবঞ্চিত নেতা মো মনির হোসেন। মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খোলা চিঠিতে তিনি ছাত্রদলে জন্য তার ত্যাগ, কারাবরণ, লড়াই সংগ্রামের কথা বলেন।

রোবাবর (১৬ মার্চ) মনির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এ খোলা চিঠি লিখেন।

মনির হোসেন খোলা চিঠিতে বলেন, আমি মনির হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ-অব্দি পর্যন্ত ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি দুঃসময়েও এবং গ্রেফতার হয়ে কারাবরণও করেছি ।

অত্যন্ত দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয় কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়। কি অদৃশ্য বিশেষ কারণে/ ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেয়া হলো তা আমি জানতে চাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৮-৯/, ৯-১০সেশন), জাহাঙ্গীরনগর (৯-১০/১০-১১সেশন), ফরিদপুর মেডিকেল কলেজ (১০-১১ সেশন), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১-১২ সেশন) এর ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। সব ক্রাইটেরিয়া কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য ( আমার সেশন ২০১২-১৩) তা আমার অবুঝ মন জানতে চায়।

প্রিয় সাংগঠনিক অভিভাবক তারেক রহমান স্যার। এই খোলা চিঠি যদি আপনার (তারেক রহমান স্যার) নজরে আসে তাহলে আমি আপনার সাথে ১ মিনিট কথা বলতে চাই যা আমার রাজনৈতিক জীবনের পরম চাওয়া।

পরিশেষে বলতে চাই যারা নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছে তারা আমার হাত ধরেই ২০২২ সালের নভেম্বরের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে আসে তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা । নবনির্বাচিত কমিটির সকলের জন্য শুভ কামনা।"

উল্লেখ্য, প্রায় এক দশক পর গত শুক্রবার (১৪ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে