জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার পরিবর্তন করা হয়েছে।
এছাড়া একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে 'বিদ্রোহী হল' এবং ছাত্রী হলের নাম 'বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল' পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে। এছাড়া 'শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ' নাম পরিবর্তন করে 'বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ' এবং বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম 'জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার', শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বুলবুল শিশু পার্ক।
যাযাদি/ এমএস