পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভ্যান চালক ও হতদরিদ্রদের মাঝে ইদ উপহার বিতরণ করে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। প্রতিবছরের ন্যায় এবছরও তাদের এই উদ্যোগ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ভ্যান চালক ও হতদরিদ্রদের মাঝে ইদ উপহার বিতরণ করেন খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল ৩ কেজি, ৩ কেজি আলু, পিয়াজ ২কেজি, পোলাও চাল ১কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, তেল ১লিটার ,১ প্যাকেট নুডুলস, সেমাই ১প্যাকেট, দুধ ১প্যাকেট, লবণ ১কেজি, সাথে নগদ ৩০০ টাকা করে মোট ৫০ জন কে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাজমুস সাদাত (ছাত্র বিষয়ক পরিচালক, খুবি, ও নির্বাহী সদস্য, কুআ), মো শহিদুল ইসলাম (সমাজকল্যাণ সহ-সম্পাদক, কুআ), মো: আব্দুল্লাহ আল মামুন (ছাত্র বিষয়ক সহ-সম্পাদক, কুআ), মোজাহিদুল ইসলাম, অ্যালামনাই, খুবি।
মাননীয় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা) প্রতিবছর রমজানের শেষ পর্যায়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
অসহায়-দরিদ্র ভ্যানচালকদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এ কর্মসূচি। তিনি আরো বলেন, এমন উদ্যেগ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এমন উদ্যেগ গ্রহণে এবং সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
যাযাদি/ এম