মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১৭:০২
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন
ছবি: যায়যায়দিন

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, "গাজায় ইসরায়েলী বাহিনী যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমরা পবিপ্রবি ছাত্রদল তার তীব্র নিন্দা জানাই। দীর্ঘদিন ধরে তাদের প্রতি যে নিপীড়ন চলছে, তা বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি, সেখানে মানবাধিকার লঙ্ঘনের যে দৃষ্টান্ত তৈরি হচ্ছে, তা আগামী বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।"

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, "গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ আমরা একটি প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এই নিপীড়নের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয় এবং নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা করা যায়।"

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে