খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২২ ব্যাচ কর্তৃক আয়োজিত রিভিজিটিং দ্যা রুটস : ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি ইন কন্টেমপোরারি টাইমস শিরোনামে অনুষ্ঠিত হয়েছে অর্ধ দিনব্যাপী সেমিনার।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সেলিনা আহমেদ, প্রধান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. তাসলিমা খাতুন, অধ্যাপক, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন এবং ড. তুহিন রয়, অধ্যাপক, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন।
দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন- ২। এই সেশনে, If Marxist sociology still relevant in modern world: A critical reasoning এই বিষয়ের ওপর আলোচনা রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২২ ব্যাচের শিক্ষার্থী আফরিন সুলতানা ও মালিহা আনজুম।
সর্বশেষ সেশনে অনুষ্ঠিত হয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। এখানে পাঁচজন প্রতিযোগী বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। এই সেশনে ৩জন সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. তুহিন রয়, সহযোগী অধ্যাপক তানভীর হোসাইন এবং সহকারী অধ্যাপক আফসানা পলি।
শেষে, প্রতিযোগীদের সার্টিফিকেট, মেডেল এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ড. সেলিনা আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২২ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা কামাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
যাযাদি/ এমএস