রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) আসন রয়েছে মোট ৮৮৬টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৬ হাজার ১৬২জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ১০৯ জন শিক্ষার্থী।
এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তরে হবে। এ বছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
যাযাদি/ এসএম