শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় ৩ স্কুল শিক্ষার্থী আটক

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৫, ১২:২২
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৪
প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় ৩ স্কুল শিক্ষার্থী আটক
জাহিদুল ইসলাম পারভেজ-ফাইল ছবি

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

কামালের বাড়ি খুলনার তেরখাদা থানার বিলদুড়িয়া গ্রামে। তার বাবার নাম মো. মাহবুবুর রহমান।

জুনায়েদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তার বাবার নাম মো. লাল মিয়া আর সানির বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার যোগাদহ গ্রামে। তার বাবার নাম সুলাইমান শেখ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান ছিল।

পুলিশ বলছে, আটক আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, আটক তিনজনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তারা প্রধান তিন আসামির বন্ধু। গ্রেপ্তার তিনজন শিক্ষার্থী বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়াশোনা করেছেন। আসামিদের ডাকে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন।

গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়।

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে