মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৯
যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি: যায়যায়দিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাস থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস. এম. নুর আলমকে আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে । এছাড়াও তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, সহকারী পরিবহন প্রশাসক ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম, এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ বাস থেকে প্রায় ৬১ লিটার চুরিকৃত জ্বালানি তেল জব্দ করেন। বাসের চালক ও হেলপার তেল চুরির ঘটনা স্বীকার করেন। প্রায় ১০-১২ বছর ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ড্রাইভাররা এ চুরিতে জড়িত বলে অভিযোগ করেন শাপলা বাসের চালক ও তার হেল্পার। চুরিকৃত তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করে চক্রটি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে