হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আজ (০৫ মে) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে অধিকাংশ কেন্দ্র ভ্রমণ করেছি এবং তাতে দেখেছি যে 80থেকে 85 পার্সেন্ট উপস্থিতির হার রয়েছে। কোন কোন ক্ষেত্রে আরো বেশি। পরীক্ষা আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই আমরা জানি এবং কোনরকম অসংগতি আমাদের নজরে আসে নাই, কাজেই আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু এ ইউনিটের পরীক্ষা আমরা তিন ভাগে নিয়েছি সে তো সমান তিন ভাগ করে আমরা আমাদের রেজাল্ট প্রকাশ করব। আশা করছি যে আমাদের পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।
ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমরা আসলে সকাল থেকেই ছিলাম সব কেন্দ্রে গিয়েছি যেখানে দেখেছি অভিভাবকরা আছে শিক্ষার্থীরা আছে।তারা মোটামুটি নিজ থেকেই ক্যাম্পাসে আসতে পেরেছে এবং পরীক্ষার হলে পৌঁছাতে পেরেছে।আজকের আবহাওয়াটা ভালো ছিল কালকে বৃষ্টি হওয়ার কারণে। আর কোন অপ্রীতিকর ঘটনা বা অসংগতি আমাদের চোখে পড়ে নাই। প্রশ্নপত্র বা অন্য কোন বিষয় নিয়েও প্রশ্নের উদ্বেগ হয়নি। প্রশ্নপত্র যদি ভুল থাকে তাহলে সবার জন্য সাম্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। প্রো ভিসি স্যার বলেছেন যখন শিফট অনুযায়ী পরীক্ষা হয় তখন আনুপাতিক হারেই সিট বিন্যাস হবে। সকল পরীক্ষার্থীদেরকে থেকে আমি শুভেচ্ছা জানাই।
আজকের 'এ' ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৭৯.৬ ভাগ। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে 'এ' ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, 'বি' ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, 'সি' ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও 'সি' ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং 'সি' ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।