সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ববিতে ৯১ শতাংশ শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ চায়

ববি প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৯:৫৬
ববিতে ৯১ শতাংশ শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ চায়
ছবি: যায়যায়দিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগ দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত ফেসবুক গ্রুপে আয়োজিত এক অনলাইন ভোটে দেখা গেছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

গতকাল রবিবার (৪ মে) রাতে আয়োজিত ওই ভোটে অংশ নিয়েছেন এক হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ৯১ শতাংশ শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের পক্ষে মত দিয়েছেন। মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী উপাচার্যকে স্বপদে বহালের পক্ষে রায় দেন, এবং বাকি ৫ শতাংশ ‘নিরপেক্ষ’ অবস্থান গ্রহণ করেন।

এদিকে, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৫ মে) দুপুরে গ্র্যান্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শেষে তারা জানান, মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের ক্ষতির বিষয় বিবেচনায় একাডেমিক কার্যক্রম—ক্লাস ও পরীক্ষা—চলমান থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “উপাচার্য স্বৈরাচারী মানসিকতা নিয়ে প্রশাসন চালাচ্ছেন। তিনি একের পর এক ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছেন, আর শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে মিথ্যা মামলা দিয়েছেন। এসবেরই প্রতিবাদে আমরা আন্দোলন করছি।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আমরা গত ১৯ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি যদি এখনো মনে করে আমরা তামাশা করছি, তবে সেটি হবে বড় ভুল। উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে আমাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না।”

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “এই উপাচার্য শিক্ষার্থীদের কোনো দাবিতে কর্ণপাত করেননি। তিনি ব্যর্থ হয়েছেন। আমরা ইউজিসিকে আহ্বান জানাচ্ছি—অবিলম্বে তাকে অপসারণ করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিন।”

উল্লেখ্য, ১৭ এপ্রিল থেকে উপাচার্যের বিরুদ্ধে 'স্বৈরাচারী প্রশাসন পরিচালনা' এবং ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১৮তম দিনে এসে তারা উপাচার্যের পদত্যাগ ছাড়া আর কোনো সমাধান মানতে রাজি নন বলে ঘোষণা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে