রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন বেলপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
মঙ্গলবার ০৬ মে সকালে ছাত্রছাত্রীদের মাঝে বাল্যবিবাহ, মাদক, সুদ, জুয়া, মোবাইল ফোনে আসক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, ধর্মীয় মূল্যবোধ ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক দিক নির্দেশনা দেন।
এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুর থানাধীন জামিরা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ, মাদক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুফল কুফল, অনলাইনে আসক্তি, ধর্মীয় মুল্যবোধসহ বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।