সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
রবিবার ১৮ মে বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব প্রযুক্তি সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। তিনি বলেন, "শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার ও সাকী তালুকদার।