মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

পবিপ্রবিতে কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা

পবিপ্রবি প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ২০:৫১
পবিপ্রবিতে কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা
ছবি : যায়যায়দিন

প্রযুক্তির দীপ্ত আলোয় উদ্ভাসিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি আনতে এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং” বিষয়ক একটি কর্মশালা।

সোমবার (২৬ মে )বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন অনুষদ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “এই প্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার এখন আর বিলাসিতা নয়, বরং আমাদের দৈনন্দিন কাজের একটি অপরিহার্য অংশ। হার্ডওয়্যারের জটিলতা বোঝা এবং তা সমাধানে সক্ষমতা অর্জন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা কাজের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়ায়।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মশালা আয়োজন অত্যন্ত সময়োপযোগী।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি জ্ঞানের অভাব শুধুমাত্র পেশাগত দুর্বলতা নয়, বরং এক ধরনের নির্ভরশীলতার জন্ম দেয়। নিজ কম্পিউটার নিজে বুঝতে পারলে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং আত্মবিশ্বাসও বাড়ে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ।

কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠে একটি আধুনিক ও কার্যকর কর্মপরিবেশ। এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের মাঝে আত্মনির্ভরতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে, যা দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সিনিয়র প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। তারা অংশগ্রহণকারীদের কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক গঠন, সাধারণ সমস্যা শনাক্তকরণ, ট্রাবলশুটিং কৌশল এবং রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পান, যা তাদের বাস্তব কর্মজীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কর্মশালার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা একে অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও প্রযুক্তিবান্ধব ও আত্মনির্ভর হয়ে উঠবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন সকলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে