মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের নাম পরিবর্তন করে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’

চবি প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:২৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের নাম পরিবর্তন করে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে ব্যঙ্গাত্মক এক প্রতিবাদে নতুন মাত্রা পেল।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা চাকসু ভবনের নাম পরিবর্তন করে টাঙিয়ে দেন ব্যঙ্গাত্মক একটি সাইনবোর্ড- ‘জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার: এখানে মূলার তরকারি দিয়ে ভাত পাওয়া যায়।’

সরেজমিনে দেখা গেছে, চাকসু ভবনের প্রধান ফটকের উপরে লেখা নামের উপর ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ লেখা ব্যানার টানিয়ে দিচ্ছেন দুইজন শিক্ষার্থী। ব্যানারে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ নামের নিচে ছোট করে লেখা ‘এখানে মুলার তরকারি দিয়ে ভাত খাওয়া যায়’।

এ বিষয়ে চবি স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক ও রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাঈন উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এমন একটি প্রতিষ্ঠান চাকসু। কিন্তু বিগত ৩৬ বছর ধরে সেটি অচল অবস্থায় রয়েছে।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে চবি সংস্কার আন্দোলন ব্যানারে প্রায় প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন একত্রে ও পৃথকভাবে প্রশাসনকে চাকসু নির্বাচন দেওয়ার জন্য তাগিদ দিয়ে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসবে কর্ণপাত না করে চাকসু নির্বাচন দেওয়ার এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি।”

আনুষ্ঠানিকভাবে ‘ভাত ঘর’-এর উদ্বোধন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখার সভাপতি আব্দুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি মোনাজাত পরিচালনা করেন। এ সময় ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমী ও সংস্কার আন্দোলনের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে এ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে