মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
'জুলাই বিপ্লব' স্মরণ

সুশাসন ও ন্যায্যতার অঙ্গীকার চবি উপাচার্যের

চবি প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:৩৪
সুশাসন ও ন্যায্যতার অঙ্গীকার চবি উপাচার্যের
চবিতে 'জুলাই বিপ্লব' স্মরণে অনুষ্ঠিত র‍্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার: ছবি যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে জুলাইয়ের স্পিরিট ধারণ করে বিশ্ববিদ্যালয়ে ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠা করব।’

মঙ্গলবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সেশনজট কমানো এবং সেবা বাড়ানোর মাধ্যমে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করবো। একজন শিক্ষক হিসেবে আপনি যদি সময়মতো ক্লাস নেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই ন্যায্যতা প্রতিষ্ঠা হবে। আর এভাবেই জুলাইয়ের লক্ষ্য অর্জিত হবে, সমাজ থেকে বৈষম্য দূর হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে কাটা পাহাড়, শহীদ মিনার প্রাঙ্গণ অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে পয়লা জুলাইয়ের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে