শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেলো ৫৭,৯৭০ জন

যাযাদি ডেস্ক
  ১৫ এপ্রিল ২০২৩, ১৭:৪৪

রমজানে কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৫৭,৯৭০ জন দরিদ্র মানুষ।

‘রোজাদারদের আহার প্রদান’ ও ‘যাকাত আল ফিতর’ এই দুইটি প্রোগ্রামের আওতায় ধামরাই, ভৈরব, কুমিল্লা, লালমনিরহাট, নরসিংদী, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, নাটোর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লক্ষীপুরসহ সারাদেশের ৩৩ টি স্থানে কাতার চ্যারিটির শুকনো খাবারের পার্সেল বিতরণ করা হয়েছে।

রোজাদারদের জন্য দেয়া প্রতিটি ৪২ কেজি ওজনের প্যাকেটে ছিল চাল, খেজুর, ছোলা, ডাল, লবন, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। যাকাত আল ফিতর হিসেবে বিতরণ করা হয় ৭ কেজি ওজনের প্যাকেট।

রমজানে দরিদ্র পরিবার বিশেষ করে এতিম ও বিধবাদের জন্য কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেছেন সরকারি কর্মকর্তারা। তারা বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ডোনারদের ধন্যবাদও জানিয়েছেন। সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভুগীরাও।

কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা প্রতিটি বিতরণ কার্যক্রমে অংশ নেন। ভৈরবে হাজী আসমত আলী চাইল্ড হোমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা: আমিন হাফিজ ওমর।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে