মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি রাস্তা মেরামত করছে প্রবাসীরা

কুয়েত প্রতিনিধি
  ১৭ মে ২০২৩, ১৮:১৮

প্রবাসীরা জীবিকার তাগিদে বিদেশে গিয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি দেশের অর্থনীতিতে রাখছে বিশেষ ভূমিকা।

অনেক প্রবাসীরা এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য প্রবাসেই গড়ে তুলেছেন মানব কল্যাণ সাংগঠন। এর মাধ্যমে সহায়তা পাচ্ছেন দেশের অনেক হতদরিদ্র ও অসহায় পরিবার এছাড়াও এলাকার ছোট খাটো ভাঙ্গাচুরা রাস্তা মসজিদ মাদ্রাসা সহ অনেক ধর্মীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান গুলোতেও করছে সাহায্য সহযোগিতা। এবার একজন জনপ্রতিনিধির আহবানে সাড়া দিয়ে সরকারি ভাঙ্গা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন এক প্রবাসী সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা আউলিয়া বাজার থেকে আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়ক। আউলিয়া বাজার সংলগ্ন গোয়ালনগর গ্রামের একটি ব্রীজের সংযোগ সড়ক ভাঙ্গা রয়েছে প্রায় এক বছর। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন ঘটছে প্রাণহানিও। প্রকল্পের নতুন বরাদ্দ পেলে মেরামত করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে