ঘরে নতুন অতিথি আসার পর টুইটারে নিজের পরিচয় পাল্টে ফেললেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটারের জয়াগায় বর্তমানে নিজেকে 'আ প্রাউড হাজব্যান্ড অ্যান্ড ফাদার' বা (একজন গর্বিত স্বামী এবং বাবা) বলে উল্লেখ করেছেন তিনি। বিরাটের নতুন পরিচিতি দেখে তার অসংখ্য অনুরাগী এবং ভক্ত আপ্লুত হয়ে পড়েন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ।
খবরে বলা হয়, সম্প্রতি বিরাট-আনুশকা দম্পতির কোল আলো করে পৃথিবীতে এসেছে এক কন্যা সন্তান। তার জন্মের পর আনুশকা-বিরাট কেউই সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানকে আনবেন না বলে জানিয়ে দেন।
তবে বিরাটের বড় ভাই বিকাশ কোহলি একটি ছবি শেয়ার করেন। কোহলি পরিবারে তাদের রাজকন্যার আমন্ত্রণ জানান বিকাশ। যে ছবিকেই বিরাট-আনুশকার কন্যা বলে উল্লেখ করেন অনেকে।
ওই ঘটনার পরপরই ছবি ভাইরাল হতে শুরু করলে বিকাশ কোহলি একটি নতুন স্টেটাস শেয়ার করেন। তিনি বলেন, যে ছবি তিনি প্রকাশ করেন তা বিরাট-অনুষ্কার মেয়ের নয়। ওই ছবিকে যেন কেউ সদ্যোজাত কন্যার ছবি বলে ভুল না করেন বলেও আবেদন জানান বিকাশ কোহলি।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd