বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল বিয়ের পিঁড়িতে বসছেন রোববার (২৪ জানুয়ারি)। করোনার কারণে খুব বড় আয়োজনে অনুষ্ঠান না করলেও, ছোট্ট আয়োজনে কোনো কিছুরই কমতি থাকছে না। বিয়েতে আমন্ত্রিতদের সংক্ষিপ্ত তালিকায় বলিউডের নামজাদা বহু তারকা স্থান পেলেও, সেখানে ঠাঁই মেলেনি বচ্চন পরিবারের।
চলতি সপ্তাহের শুরু থেকেই আলিবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবারই (২৩ জানুয়ারি) হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান। মাত্র কয়েক ঘণ্টা পরই প্রেমিকা নাতাশা দালালের সাত পাকে ধরা দেবেন বরুণ। আলিবাগের ‘দ্য ম্যানসন হাউস’-এ তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যানসনের চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে।
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন বচ্চন পরিবারের কেউ। নিমন্ত্রণ করা হয়নি গোবিন্দকেও।
উল্লেখ্য, ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের সময় ডেভিড-বরুণের সঙ্গে গোবিন্দর মনোমালিন্য হয়। সেই জন্যই কি নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়লেন বলিউডের ‘হিরো নম্বর ১’? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আলিবাগে বরুণের বিয়েতে থাকবেন শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারা।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd