মালাইকা অরোরাকে এবার প্রকাশ্যে আক্রমণ করলেন নেটজনতার একাংশ। বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল বলা হয় মালাইকাকে। তবু তাকে ‘বুড়ি’ বলতে ছাড়লেন না নেটিজেনরা।
সম্প্রতি জিম সেশন শেষের পর পাপারাৎজির সামনে হাজির হন মালাইকা। যেখানে গোলাপী রঙের ক্রপ টপের সঙ্গে ধূসর রঙের প্যান্ট পরতে দেখা যায় তাকে। গোলাপী রঙের ক্রপ টপ চিরে সেখানে মালাইকার পেটের বেশ কিছুটা অংশের ছবি বেরিয়ে পড়ে। যা চোখে পড়ার পর থেকেই মালাইকাকে নিয়ে জোরদার আক্রমণ শুরু করেন নেটজনতার একাংশ। পেটের ভাঁজে মাল্লার বয়স বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।
কেউ আবার বলতে শুরু করেন, মালাইকা বুড়ি হয়ে গিয়েছেন। কেউ বলতে শুরু করেন, মালাইকার বার্ধক্য এবার বাইরে আসতে শুরু করেছে। কেউ বলেন, এর আগে কখনও মালাইকার স্ট্রেচ মার্কস এভাবে প্রকাশ্যে আসেনি। সবকিছু মিলিয়ে মালাইকা অরোরার স্ট্রেচ মার্কস এবং তার পোশাক নিয়ে জোরকদমে আলোচনা শুরু হয়ে যায়। যদিও তার স্ট্রেচ মার্কস দেখা যাচ্ছে তো কী হয়েছে বলে প্রশ্ন তোলেন অনেকে। জেনিফার লোপেজ, জেনিফার অ্যানিস্টনেরও বয়স হয়েছে। গ্ল্যামার ছাপিয়ে হলিউড তারকাদের চামড়া ঝুলে পড়ার ছবি যদি প্রকাশ্যে আসে, তাহলে মালাইকা কী অপরাধ করলেন বলে অনেকে প্রশ্ন করেন। মালাইকার পেটের চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া খুব স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেন অনেকে। যদিও অভিনেত্রীকে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd