করবা চৌথ উদযাপনের অংশ হিসেবে বলিউড অভিনেতা গোবিন্দ তার স্ত্রীকে একটা গাড়ি উপহার দিয়েছেন। নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে তা শেয়ার করেছেন এই দম্পতি।
ছবিটি পোস্ট করার সময় ক্যাপশনে গোবিন্দ লিখেছেন, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভালোবাসা, আমার দুই সন্তানের মায়ের জন্য এটা। শুভ করবা চৌথ। তোমার জন্য আমার ভালোবাসার কোনো সীমা নেই। কিন্তু আজকের জন্য ছোট এই উপহার দিয়ে ভালোবাসা বুঝে নিও। এই পৃথিবীর সমস্ত সুখ তোমার প্রাপ্য। তোমাকে ভালোবাসি সোনা! ছবিটিতে দেখা যাচ্ছে গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজা লাল শাড়ি আর সোনার গহনা পরে আছেন।
আর গোবিন্দ পরেছেন লাল কুর্তা-পায়জামা আর কালো নেহরু জ্যাকেট।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd