রাজকীয় আয়োজনে গত ৯ জুন বিয়ে সেরেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। তারই মাঝে এবার জানা গেল, মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে উড়াল দিয়েছেন এই তারকা নবদম্পতি।
যদিও প্রথমে মধুচন্দ্রিমার বিষয়টি গোপন রেখেছিলেন নয়নতারা ও বিগনেশ। তবে সম্প্রতি বিগনেশের ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা গেছে যে নবদম্পতি বর্তমানে থাইল্যান্ডের একটি রিসোর্টে রয়েছেন। এছাড়া থাইল্যান্ডে এক ভক্তের সঙ্গে তাদের ছবিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, সপ্তাহ খানেক থাইল্যান্ডেই অবস্থান করবেন তারা। এরপর সেখান থেকে ফিরেই যে যার যার চলচ্চিত্রের কাজে ব্যস্ত হয়ে যাবেন।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।
২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd