রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অপুর বিয়ে নিয়ে তোলপাড়

বিনোদন রিপোর্ট
  ১৪ আগস্ট ২০২৩, ১২:৫২
অপুর বিয়ে নিয়ে তোলপাড়
অপুর বিয়ে নিয়ে তোলপাড়

সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সরব থাকেন তারকারা। পেশাগত খবরা-খবরের পাশাপাশি ব্যক্তি বিষয় নিয়েও নানা মন্তব্য পোস্ট করেন ফেসবুকে। ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসও এর বাইরে নন। তিনিও জানান দেন নতুন খবরে। তারই ধারাবাহিকতায় অপু গতকাল নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। আর তা নিয়েই হইচই পড়ে যায় অপুর বিয়ের খবরের।

গতকাল বেলা ৩টা ৪৫ মিনিটে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর। অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

1

৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। তাহলে বিষয়টি কী? সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড। জবাব খুঁজতে অপু বিশ্বাসকে ফোন। তিনি জানালেন মজার ঘটনা। অপুর ভাষায়, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’

শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিয়ে বিচ্ছেদের মাধ্যমে। ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন।

২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব।

অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন। তবে ইদানীং তাদের সম্পর্ক ভালো যাচ্ছে। একসঙ্গে ঘোরাঘুরিও করছেন। একে অপেরর প্রতি সহানুভুতি প্রকাশ করছেন। গেল ঈদে দুজনেরই দুটি সিনেমা মুক্তি পেয়েছে। শাকিব খান অপুর ‘লাল শাড়ি’র জন্য শুভ কামনা জানিয়েছেন। একইভাবে অপুও শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ।

গত শুক্রবার বিকালে টাঙ্গাইলের পলাশতলী এলাকায় ব্লুমিং বিউটি বাই মুনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি ‘প্রিয়তমা’র প্রশংসা করে বলেন, ‘প্রিয়তমা’ অসাধারণ একটি সিনেমা। এ ধরনের সিনেমা খুব কম হয়।’ এ সময় শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাচ্ছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে