বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর বমি পেয়েছিল রাবিনার

যাযাদি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩

নব্বইয়ের দশকে বলিউডে সাফল্য পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম রাবিনা ট্যান্ডন। এক সময় বলিউডে রাজত্ব করেও সুদীর্ঘ কেরিয়ারে রাবি কিছু শর্ত মেনে চলেছেন। যেমন লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রবীনা কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি। কারণ কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জানান, সেই সময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।

‘মোহরা’ খ্যাত অভিনেত্রী বলেন, মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।

শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন রাবিনার মেয়ে রাশা থাডানি। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তা হলে রাবিনা কি তা মেনে নেবেন? অভিনেত্রী সেই সিদ্ধান্ত আপাতত রাশার ওপরেই ছেড়ে দিতে চাইছেন।

তিনি বলেন, ও যদি স্বচ্ছন্দবোধ করে তা হলে তো কোনো সমস্যা নেই। তবে ও যদি না চায়, তা হলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে