শীতের আগমনী বার্তা আসতে না আসতেই একাধিক নাট্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একাধিক মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনকে ঘিরে সরগরম হয়ে উঠছে। এই দুই প্রতিষ্ঠানের একাধিক মিলনায়তনে নিয়মিতভাবে বছরজুড়ে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক প্রযোজনার মঞ্চায়ন হয়ে থাকে। তবে শীতের মৌসুমে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে একাধিক উৎসবের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ৩ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিনদিনের ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব’।
এ প্রসঙ্গে উৎসবের সমন্বয়কারী এবং শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক ইমাম আব্দুল্লাহ হাকীম বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব’ শিরোনামে তিনদিনের মূকাভিনয় উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবে দেশের বিভিন্ন জেলার মূকাভিনয়শিল্পী ও সংগঠনের ৩০টি একক পরিবেশনা এবং ২৫টি দলীয় প্রযোজনার মঞ্চায়ন হবে। উৎসবে একক পরিবেশনার ব্যাপ্তি হবে ১০ মিনিট এবং দলীয় প্রযোজনার সময়সীম ১৫ মিনিট।
ইমাম বলেন- সারাদেশের মূকাভিনয় চর্চাকারী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন কর্তৃপক্ষকে এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসব সফল উপলক্ষে সারাদেশের মূকাভিনয়শিল্পী, সংশ্লিষ্ট সংগঠক ও কলাকুশলীদের মিলন মেলায় পরিণত হবে। তিনি জানান, উৎসব উপলক্ষে ইতোমধ্যে দেশে নিয়মিত চর্চাকারী মূকাভিনয় শিল্পী এবং কলাকুশলীরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। উৎসব সফল করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজন সফল হবে বলে মনে করছেন তারা।
এদিকে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন মঙ্গলবার ইন্সটিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট এর ‘ভয়েস অব ইন্সফারেশান’ শীর্ষক একক প্রযোজনা মঞ্চায়নে অংশ নেবেন শাহরিয়ার শাওন, মাইম ট্রুপের মাইম হাসান মঞ্চায়ন করবেন ‘শিকারী’, মিরর মাইম থিয়েটারের প্রযোজনা ‘কুবের মাঝি’ পরিবেশন করবেন মাহবুব আলম, মাইম আর্টের প্রযোজনায় ‘নারী নির্যাতনের সাজা’ শীর্ষক পরিবেশনা করবেন নিথর মাহবুব, রঙ্গন রঙ্গন মাইম একাডেমির প্রযোজনায় ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন মঞ্চায়ন করবেন ‘কবির ভাবনায় দৃশ্যকল্প’, মাইম ফেইস প্রযোজনা ‘জীবন থেকে বলছি’ মঞ্চায়ন করবেন মৌন লাকী, পরিবর্তন মাইম একাডেমির ‘আধুনিকা’ পরিবেশন করবেন শফিকুল ইসলাম ডাবলু, বাংলাদেশ মাইম থিয়েটারের প্রযোজনা ‘সাদা পায়রা লাল পালক’ পরিবেশন করবেন আল জাবির, মনন মাইম থিয়েটারের ‘রিটার্ন’ প্রযোজনা পরিবেশন করবেন দেয়ান জুলহাস এবং মাইম আর্টের টুটুল পরিবেশন করবেন ‘আমার স্বপ্ন’।
উৎসবে এদিন দলীয় প্রযোজনাগুলোর মধ্যে মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমির প্রযোজনা ‘বাংলার কৃষক’, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের ‘অস্বীকৃতি’, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের ‘ফ্রড’, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দলের (শামীম) রয়েছে বিশেষ পরিবেশনা, ময়মনসিংহের বাংলাদেশ মাইম থিয়েটারের ‘দি সিটি অফ ডেথ’, গাজীপুরের পরিবর্তন মাইম একাডেমির ‘গাছ লাগান পরিবশে বাঁচান’, মাইম আর্ট ঢাকা’র ‘যেমন কর্ম তেমন ফল’, মীরর মাইম থিয়েটারের ‘ঢাকা ডেমোক্রেজি’।
উৎসবের দ্বিতীয় দিন ৪ অক্টোবর বুধবার একক পরিবেশনার মধ্যে রয়েছে দ্য মামারস প্রযোজনা মাইমশিল্পী শহিদুল বশর মুরাদের ‘ক্রিকেট’, সাইলেন থিয়েটারের মেজবাহ চৌধুরী পরিবেশনা ‘চেয়ার’, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের পরিবেশনায় আবু সাদাত মো. সায়েমের ‘সেলফি মেনিয়া’, নওগাঁ মাইম থিয়েটারের শামীম শেখের পরিবেশনা ‘প্রতিবাদী কৃষক’, থাকছে ঢাকা মাইম থিয়েটারের আল মাসুম সবুজের পারফর্মেন্স, মাইম আর্টের টুটুলের ‘আমার স্বপ্ন’, মাইম ট্রুপের মাহবুব হাসান ইমন আসামিটা এলিজাবেথ ‘সার্কেল’, মিরাজ রেজার ‘অসভ্য সভ্যতা’, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দলের প্রযোজনায় শহিদুল হাসান শামীমের পরিবেশনা, ন্যাশনাল ইন্সটিটিউট অব মাইম অ্যান্ড ড্রামার মো. তানবীর আহমেদ চৌধুরীর পরিবেশনা, ইন্সটিটিউট অব মাইমের জেরিন তাসনীম পরিবেশন করবেন ‘মেহনত’, গাজীপুরের বাংলাদেশ প্যান্টোমাইম থিয়েটারের প্রকৌশলী বদরুল আলম পনিরে পরিবেশনা, হাসান রেজাউল, চট্টগ্রামের মাইমো টেলসের মাহমুদ খান পরাগের বিশেষ পারফরমেন্স। এছাড়া এদিন দলীয় প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের সাইলেন্ট থিয়েটারের ‘টু ব্রাদার্স’ দ্য মামারস্, ঢাকার ‘টু ক্লোস টু ফর’, থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জের ‘বি অনেস্ট’, ইন্সটিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট, ঢাকার ‘কাম অন সাইন্স’, মুক্তমঞ্চ নির্বাকদল (শামিম), গাজীপুর, কক্সবাজার মাইম সোসাইটির ‘গেরিলা’ এবং নাট্যতরীর ‘ভার্চুয়াল ভাইরাস’।
উৎসবের সমাপনী দিন বৃহস্পতিবার ইন্সটিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের প্রযোজনায় একক প্রযোজনা ‘মেহনত’ পরিবেশন করবেন স্নিগ্ধা ফেরদাউস, দেওয়ান মামুন পরিবেশন করবেন ‘দশ বাই বিশ’, মূকাভিনয়মের প্রযোজনায় জয়নুল আবেদীন পরিবেশন করবেন ‘প্রান্তিকজন’, উইথ তানজিম দলের তানজিম তাজুয়ার ‘মধুর বিড়ম্বনা’, মাইম ফেইস দলের আব্দুল হান্নানের ‘সীধু চোর’, জেন্টলম্যান প্যান্টোমাইমের প্রযোজনায় মো. শফিকুল ইসলামের ‘সাইলেন্ট কিলার’, মুক্তবিহঙ্গ প্রযোজনা রবিউল রবির ‘মানবতা বিক্রি’, মিরর মাইম প্রযোজনা ফাতেমা রিয়ার ‘রসগোল্লার রস ও মাছি’, কক্সবাজার মাইম সোসাইটির প্রযোজনা সাফকাত হোসেনের ‘সৈকতের জীবিকা’, নন্দন মাইম প্রযোজনা জাহিদ রবির ‘সিধেল চোর’, গোল্লাছুট নাট্যদলে উমর ফারুখ সময়ের ‘খ্যাতির বিড়ম্বনা’, ইন্সটিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের প্রযোজনা হুমায়রা সারিকার ‘ছখিনার দিনগুলি’ এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের টিম নির্বাক প্রযোজনা মীর মো. শওকতের ‘রক্ত’। এছাড়া উৎসবের সমাপনী দিনে দলীয় প্রযোজনা হিসেবে নারায়ণগঞ্জের শ্রæতি মাইম একাডেমি পরিবেশন করবে ‘রূপকথার দেশে’, কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটার পরিবেশন করবে ‘ক্রাইসিস অব ইমোশন’, রংপুরের মুক্তবিহঙ্গ ‘কারবালা’, বরিশালের ব্রজমোহন থিয়েটার ‘মীমাংসিত মৌখিক’, রাজশাহী বিশ^বিদ্যালয়ের মূকাভিনয়মের ‘চক্রের চক্রান্ত’, নারায়ণগঞ্জের মাইম ফেসের ‘তৃতীয় পক্ষ’, থিয়েটার মুন্সিগঞ্জের ‘নিধন’, জগন্নাথ বিশ^বিদ্যালয় মাইম সোসাইটির বিশেষ পরিবেশনা, গোল্লাছুট ঢাকার ‘থার্ড পারসন’, জেন্টলম্যান প্যান্টোমাইম ঢাকার ‘আনপ্রেডিক্টেবল ডে’, টিম নির্বাক (ব্র্যাক বিশ^বিদ্যালয়) ঢাকা পরিবেশন করবে ‘শোনো মহাজন’ এবং মাইম ট্রুপ বিশেষ দলীয় পরিবেশনায় অংশ নেবে।
প্রসঙ্গত, মূকাভিনয় উৎসব উপলক্ষে মূকাভিনয় শিল্পীদের মধ্যে বিশেষ উচ্ছ¡াস লক্ষ করা গেছে। শিল্পীদের অনেকেই ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। ব্যক্তিকেন্দ্রিক এবং সাংগঠনিক চর্চার বাইরে বাংলাদেশে মূকাভিনয় শিল্পের পৃষ্ঠপোষকতায় প্রচার ও প্রসারে এই ধরনের আয়োজন নিয়মিতভাবে হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যাযাদি/ এস