সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পরাজিত নায়িকার গলায় খল নায়কের ফুলের মালা

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ১১:৪৫
ছবি-যায়যায়দিন

গতবারের তুলনায় এবার ততটা জমেনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গতবার এক সময়ের জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে আর চিত্রনায়িকা নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পড়ে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত জন। যদিও সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেক নাটক হয়।

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ান ইলিয়াস কাঞ্চন ও গতবারের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি আরেক নায়ক জায়েদ খান।

এবার ভোট যুদ্ধ্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুন আক্তার। তবে পরাজিত হয়েও ফুলের মালা উঠেছে নিপুণের গলায়।

শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এ সময় উপস্থিত ছিলেন দুই প্যানেলের প্রার্থীরা। তখনই ঘটনাটি ঘটে। পরাজিত নিপুণ বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এরপরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন।

গতবার জায়েদ খানের সঙ্গে হেরে মরিয়া হয়ে উঠেছিলেন নিপুণ। আদালতে গিয়ে নিজের নামে নিয়ে এসেছিলেন সম্পাদকের পদ। তবে এবারের নিপুণ যেন তার উল্টো। মিশা সওদাগরও তার এমন আচরণের প্রশংসা করে বলেন, ‘আজকের এই নির্বাচন নামে মাত্র একটি নির্বাচন। সত্যিকার অর্থে আমরা এক পরিবার। তবে নির্বাচনের ফলাফল শেষে নিপুণ আজ যেটা করলো তা নজির হয়ে থাকবে। এমনটাই হওয়া উচিৎ।’

এ নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদ কলি। তিনি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজলের পক্ষে ভোট পড়েছে ২২৫টি এবং নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় অভিনেতা ডা. এজাজের (অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম) ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে