রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

এমন পরিস্থিতি কাম্য নয়: মোশাররফ করিম

যাযাদি ডেস্ক
  ২৪ জুলাই ২০২৪, ১৮:০৬
এমন পরিস্থিতি কাম্য নয়: মোশাররফ করিম
ছবি-যায়যায়দিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র নৈরাজ্য-সহিংসতায় স্থবির হয়ে গিয়েছিল দেশ। রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে সরকার। এরইমধ্যে উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বিষয়টি কোনোভাবে কাম্য নয় বলে মনে করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

মোশাররফ করিম বলেন, ‘কারফিউর এই সময়ে সব কাজ বন্ধ। বাসায় বসে বই পড়ে, টিভিতে খবর দেখে সময় কাটছে। আধুনিক সময়ে এসে দেশের এমন স্থবির অবস্থা একেবারেই কাম্য নয়। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। দেশ আবার আগের মতো সুন্দর ও স্বাভাবিক হবে।’

তিনি বলেন, এর একটা ইতিবাচক প্রভাবও পড়েছে। মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরশীলতা কমে আসছে। জীবনকে নতুনভাবে উপলব্ধি করা হচ্ছে। অনেকেই বই পড়ায় ফিরে গিয়েছে।’

যাযাদি/ এমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে