শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আমি খুব ‘বাস্তববাদী’, আর সিনেমা করব না: চিত্রনায়িকা বর্ষা

বিনোদন প্রতিবেদক
  ২১ মার্চ ২০২৫, ১২:৩৩
আমি খুব ‘বাস্তববাদী’, আর সিনেমা করব না: চিত্রনায়িকা বর্ষা
ছবি: যায়যায়দিন

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন চিত্রনায়িকা বর্ষা। স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বর্ষা।

বর্ষা বলেন,"হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না।"

কেন আর সিনেমা করবেন না? এ প্রশ্নের জবাবে বর্ষা বলেন, "আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।"

বর্ষার মুখের কথা কেড়ে নিয়ে অনন্ত জলিল বলেন, "এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।" কিন্তু বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তরও কোনো আপত্তি নেই তা তার কথায় বোঝা যায়।

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা বলেন, "তা ছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

শুধু নিজের ব্যাপারে না, অনন্ত জলিলও অভিনয় চালিয়ে যাবেন কি না সে বিষয়েও কথা বলেন বর্ষা। তিনি বলেন, "অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না।"

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে