রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দুষ্টু পোলাপান’ আমার পার্সোনাল লাইফেও... ঐশী

যাযাদি ডেস্ক
  ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৪
দুষ্টু পোলাপান’ আমার পার্সোনাল লাইফেও... ঐশী
ছবি: সংগৃহীত

বর্তমানে কনসার্টে গান গেয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী ঐশী। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘দুষ্টু পোলাপাইন আমার মনে হয়, আমার জীবনটা একরকম বদলে দিয়েছে।’

ঐশীর জনপ্রিয় ‘দুষ্টু পোলাপান’ গানটি গায়িকা জানান, ‘ক্যারিয়ারের শুরু থেকে যে কয়েকটা গান আমার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে, তার মধ্যে দুষ্টু পোলাপান অন্যতম। এটা আমার পার্সোনাল লাইফেও এবং বিশেষ করে যখন আমি স্টেজে যাই।’

২০২১ সালের ডিসেম্বরে ঐশীর দুষ্টু পোলাপান গানটি প্রকাশিত হয়েছিল। ঐশী জানান, ২০২৫ সালে এসেও তিনি যখন কোনো স্টেজে যান, দুষ্টু পোলাপানের জন্য তিনি মানুষের কাছে ঠিক একইরকম সাড়া পান। একজন শিল্পীর জন্য মৌলিক গান থেকে এরকম একটি সাড়া পাওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখেন তিনি।

ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘ঈদের পর থেকে যে শুরু করলাম, রংপুর গেলাম, রংপুর থেকে ডিরেক্ট মাগুরা, মাগুরা থেকে ডিরেক্ট চলে যাব কুষ্টিয়া। এভাবে দেশ ঘুরতে ঘুরতেই বেশ ভালোই ঈদের একটা মৌসুম কাটছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে