শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৫০ বছর পূর্তিতে সোলসের কনসার্ট 

বিনোদন রিপোর্ট
  ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
৫০ বছর পূর্তিতে সোলসের কনসার্ট 
ফাইল ছবি

দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি সোলস। ১৯৭৩ সালে দলটির আত্মপ্রকাশ হয় চট্টগ্রামে।

তবে দলটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে ১৯৭২ সালে। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েকজন তরুণ মিলে গড়ে তোলে ‘সুরেলা’ নামের একটি ব্যান্ডদল।

১৯৭৩-এ ব্যান্ডদলটির নাম পরিবর্তন করে রাখা হয় সোলস। সেসময় সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য।

এরপর আর থেমে থাকতে হয়নি সোলসকে। ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সাল থেকে বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে দলটি।

এরই অংশ হিসেবে ‘মাস্টাররকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ কনসার্ট করতে যাচ্ছে সোলস।

আগামী ২ মে চট্টগ্রাম শহরের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে অনুষ্ঠিত হবে এটি।

আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গত বুধবার র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘আগামী ২ মে’র কনসার্ট হবে ঐতিহাসিক। সেদিনের রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়-ছোঁয়া অভিজ্ঞতার রাত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে।

ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস- তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা।

এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।

আগামী ২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। ইতিমধ্যেই শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে