গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি'র ষষ্ঠ প্রাণিকল্যাণ বিষয়ক কর্মশালা। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পশুর আচরণ ও কল্যাণ বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনকে উৎসাহিত করা।
কর্মশালাটি ওপেন ফিলানথ্রপির অর্থায়নে এবং গাকৃবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সার্বিক সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবি’র ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। কর্মশালায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে গাকৃবির উপ—উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, ওঝঅঊ এর বাংলাদেশ প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, ঋঠগঅঝ অনুষদের শিক্ষক—শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, ঢাকা, থেকে আগত গবেষক, শিক্ষক, পলিসি মেকার ও পশুস্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা। কর্মশালার উদ্বোধনী পর্ব শুরু হয় ড. জসীম উদ্দিন এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে। পরে ওঝঅঊ —এর ডেভেলপমেন্ট অফিসার আলোভা আলুওয়াশেয়ুন সেরাহ এবং প্রেসিডেন্ট ড. জ্যানিস সিগফোর্ডের রেকর্ডকৃত অডিও—ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। সেখানে তাঁরা ওঝঅঊ —এর ইতিহাস, কার্যক্রম, নীতিমালা, প্রাণির আচরণ বিষয়ে গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। বার্তাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণিকল্যাণ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। এর পরপরই আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘‘প্রাণিকল্যাণ শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আধুনিক কৃষি ও খামার ব্যবস্থাপনার অপরিহার্য অংশ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণির আচরণ ও কল্যাণ বিষয়ে আন্তর্জাতিক মানের এই কর্মশালার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি বিশ্বাস করি, এটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন জ্ঞান, গবেষণা ও ভাবনার দুয়ার খুলে দেবে।’’
পরে প্রাণিকল্যাণ ও সংশ্লিষ্ট বিষয়ের উপর দুটি টেকনিক্যাল পর্বের তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাণিকল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন দেশের খ্যাতনামা ভেটেরিনারি বিশেষজ্ঞগণ।
খামারের প্রাণিদের আচরণ ও কল্যাণ, পশুর পরিবহন ও জবাই প্রক্রিয়ার চ্যালেঞ্জ, পোষা প্রাণির কল্যাণ, পোলট্রির মানবিক ব্যবস্থাপনা, বন্য ও চিড়িয়াখানার প্রাণির সুরক্ষা এবং প্রাণিদের প্রতি নৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য ও সুপারিশ তুলে ধরেন। কর্মশালার শেষ পর্যায়ে বাংলাদেশে প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালা নিয়ে আলোচনা পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার।
এতে বক্তারা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও তুলে ধরেন। বক্তা ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার সমাপ্তি ঘটে। ওঝঅঊ —এর এই কর্মশালা শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; এটি একটি সচেতনতা আন্দোলনের অংশ, যার মাধ্যমে প্রাণির জীবনমান উন্নয়ন এবং মানবিক খামার ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতগণ।