বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনাতলায় ট্রাক কাটার সময় চোর সন্দেহে যন্ত্রাংশসহ দুইজন আটক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ২০:২৬
সোনাতলায় ট্রাক কাটার সময় চোর সন্দেহে যন্ত্রাংশসহ দুইজন আটক
ছবি : যায়যায়দিন

বগুড়ার সোনাতলার কোয়ালীকান্দি গ্রামে পুরাতন একটি ট্রাক গ্যাস কাটার মেশিন দিয়ে খণ্ড-বিখণ্ড করার সময় চোরাই সন্দেহে ট্রাকের যন্ত্রাংশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃতরা মো. ওয়ারেছ আলীর ছেলে রায়হান এবং বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার টুকু মিয়ার ছেলে রাশেদ।

1

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোয়ালীকান্দি গ্রামে রাস্তার ওপর পুরাতন একটি ট্রাক গ্যাস মেশিন দিয়ে কেটে খণ্ড-বিখণ্ড করে অটোগাড়িতে তোলা হচ্ছিল। খবর পেয়ে সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ট্রাকটির বৈধ মালিকানা ও কাগজপত্র দেখাতে না পারায় রায়হান ও রাশেদকে ট্রাকের যন্ত্রাংশসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঘটনার পর বগুড়া শহরের ভবেরবাজার এলাকায় 'ভাই ভাই ওয়ার্কশপ'-এর মালিক মুন্না মিয়া জানান, তিনি গোবিন্দগঞ্জের এক ব্যক্তি শাহিনের কাছ থেকে আড়াই লাখ টাকা দিয়ে ট্রাকটি কিনেছেন। তিনি ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ড ১১-১৭৬৬) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হন।

থানায় আরও জানা যায়, মুন্না মিয়ার সঙ্গে থাকা ওয়ার্কশপ মিস্ত্রি রবিনকেও পুলিশ হেফাজতে রেখেছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন নবী বলেন, ট্রাকটির কাগজপত্র যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। ট্রাকটির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে বিক্রেতাকে থানায় যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে