বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

যিশুর ‘পরকিয়া চর্চা’ ফের তুঙ্গে

  ২১ মে ২০২৫, ১৭:০৫
যিশুর ‘পরকিয়া চর্চা’ ফের তুঙ্গে
ছবি সংগৃহিত

২০২৪ সালে প্রথম সামনে আসে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বিবাহবিচ্ছেদের শোনা গিয়েছিল, নিজের আপ্ত সহায়কের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। এর ফলেই পরিবারের সঙ্গে দূরত্ব এসেছে যিশুর। এমনকী, অভিনেতার সঙ্গে যোগাযোগ নেই আর তাঁর দুই মেয়ে সারা-জারারও।

রবিবার থেকে পোস্ট দিচ্ছে নীলাঞ্জনা শর্মার সোশ্যাল মিডিয়াতে। যেখানে বারংবার তিনি নিজেকে ‘সিঙ্গেল মাদার’ বলে দাবি করেছেন। এখানেই শেষ নয়, স্পষ্ট লেখা রয়েছে পরিবার বলতে এখন তিনি আর তাঁর দুই মেয়ে।

1

নীলাঞ্জনা সোমবার একটি পোস্টে লেখেন, ‘অনেকসময় পারফেক্ট ফ্যামিলি বলতে বোঝায় মা আর তাঁর বাচ্চারা’। আর সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘পারফেক্টলি ইমপারফেক্ট ফ্যামিলি, নিনি, চিনি আর নিনি চিনি'স মাম্মা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে