মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জন্মদিন নিয়ে ছোটবেলা থেকে খুব বাড়াবাড়ি করি না : জয়া 

বিনোদন ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১৫:৫৭
জন্মদিন নিয়ে ছোটবেলা থেকে খুব বাড়াবাড়ি করি না : জয়া 
অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুই সিনেমাতেই জয়ার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

বর্তমানে এই অভিনেত্রী আছেন কলকাতায়, ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিংয়ে। কৌশিক গাঙ্গুলীর এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে জুনের মাঝামাঝিতে দেশ ত্যাগ করেন এই অভিনেত্রী।

এদিকে জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। তবে বিশেষ এদিনে তেমন কোনো আয়োজন নেই অভিনেত্রীর। ব্যস্ত আছেন শুটিংয়ে।

জয়ার কথায়, ‘আজও শুটিং করছি। “আজও অর্ধাঙ্গিনী”র অনেক কঠিন দৃশ্যের শুটিং আছে। এর মধ্যে আবার “ডিয়ার মা” ছবির প্রচারণা আছে, সেখানেও যাওয়া হবে।

ভালো লাগছে অনেক ফোন আসে, টেক্সট আসছে, মনে হয় যে- পৃথিবীতে জন্ম নেওয়ার একটা কারণ আছে। কেউ কেউ আমাকে হয়তো কেয়ার করে, আমার খুব অবাক লাগে।

এমনিতে জন্মদিন নিয়ে ছোটবেলা থেকে খুব বাড়াবাড়ি করি না। আমার কাছে এটা অন্য যেকোনো দিনের মতো। তারপরও অনেক কিছু হয়ে যায়। তবে হোলি আর্টিজানের ঘটনার পর তো আরও করি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে