গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর আল-কোরআন এতিমখানার জমি বে-দখল করার চেষ্টার প্রতিবাদে এতিমখানা চত্বরে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় ওই প্রতিষ্ঠানের সভাপতি সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি আলাউদ্দিন শেখ, ইউপি সদস্য খয়বার আলী, তাবিনা সীড কোম্পানির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লিটু, গ্রামবাসী আব্দুর সাত্তার, মোখলেছুর রহমান, সুমন শেখ, মোজাম্মেল হোসেন, আব্দুর সবুর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এতিমখানা ১৯৯৫ সালে প্রতিষ্টিত হয় সেই থেকে আজ অবধি গ্রামের প্রায় সকলেই সাহায্য সহযোগিতা দিয়ে এই প্রতিষ্টান চালিয়ে আসছি একটি কুচক্রীমহল এতিমখানার জমি বেদখলের চেষ্টা করছে। তাই উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।