জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। গণ-অভ্যুত্থানে ছাত্র, তরুণ ও শ্রমজীবী মানুষের যে রক্ত ও ত্যাগ, সেই ঋণ শোধ করতে হবে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে।’
শুক্রবার (৪ জুলাই) রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
ফুলবাড়ীর ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয়।
এখানকার শ্রমজীবী মানুষের আন্দোলন আমাদের দেখিয়েছে কীভাবে নিজেদের অধিকারের পক্ষে সংগঠিত হতে হয়। আজও দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে সমাজ জর্জরিত।
নাহিদ ইসলাম বলেন, ‘এক সময় এক দল চাঁদাবাজি করতো, এখন আরেক দল করছে। কিন্তু সিস্টেম তো আগের মতোই আছে। মানুষ বদলালেও সিস্টেম না বদলালে কিছুই বদলাবে না। তাই আমাদের সংগ্রাম এই সিস্টেম পরিবর্তনের সংগ্রাম।’
তিনি আগামী ৩ আগস্ট শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আমাদের আন্দোলন চলবে। সেই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’
সভা শেষে ফুলবাড়ী-পার্বতীপুর আসনে এনসিপি’র প্রার্থী ঘোষণা করা হয়। ফুলবাড়ী-পার্বতীপুর (দিনাজপুর-৫) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সভায় এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নিশাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।