শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাপদাহ থাকতে পারে আরও কয়েক দিন

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২১, ২০:৪৫

মার্চের মাঝামাঝি মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টির পর এক সপ্তাহ পার হয়ে গেছে, এর মধ্যে তাপদাহে নগর জীবন অতিষ্ঠ; আবহাওয়াবিদরা বলছেন, তাপদাহ থাকতে পারে আরও কয়েক দিন।

সোমবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ ও অন্য বিভাগের বেশ কিছু অঞ্চলে রোববার থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন আবহাওয়া চলতি মাসের শেষ পর্যন্ত চলতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ’চলমান তাপপ্রবাহ ২৮ মার্চ পযন্ত দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে। এরপর প্রশমিত হতে পারে। এ সময় ঝড়-বৃষ্টির প্রবণতা থাকবে।’

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছিল, মাসের শেষভাগে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে