বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

সাভার প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৩, ১২:৪০
ছবি-যাযাদি

সাভারের মধ্যরাজাসন এলাকায় কুকুরের আক্রমনের হাত থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী। বর্তমানে প্রানীটি মধ্যরাজসনের অমল গোমেজের বাসায় রয়েছে। মঙ্গলবার সকালে সাভার পৌরসভার মধ্যরাজাশনের নির্মলমার্কেট এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

উদ্ধার কারী লিওনাট নয়ন গোমেজ বলেন, আমরা কুকুরের আক্রমন থেকে অনেক কষ্টে একটি গন্ধগোকুলকে উদ্ধার করেছি। এটা বাংলাতে গন্ধগোকুল বলে। বিভিন্ন সময় বিভিন্ন গন্ধ বের হয় এটার শরীর থেকে। বর্তমানে পোলাউয়ের গন্ধ বের হচ্ছে। এটার পায়ে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় রাতে কোনভাবে আঘাত পেয়েছিল। পরে কুকুরের আক্রমনের শিকার হয়।

এব্যাপারে ঢাকা বিভাগের বন্যপ্রানী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, গন্ধগোকুল একটি নিশাচর প্রানী। যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে যদি সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হয় তাহলে প্রানীটি নিজের বিচরণের স্থান খুঁজে নেবে। আর আমরা যদি উদ্ধার করে আনি তাহলে প্রানীটি তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে