শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইট-পাথরের শহরে সবুজ প্রকৃতির ছোঁয়া

ফারহানা ইয়াসমিন
  ২৪ জুলাই ২০২১, ০০:০০

মরণঘাতী করোনার থাবায় লন্ডভন্ড গোটা বিশ্ব। সংক্রমণ থেকে রেহাই পেতে মানুষ এখন চার দেয়ালে বন্দি। মহামারির এই ভয়াল থাবায় আমাদের জীবনের ডায়েরির সাজানো পাতা আজ ধুলোমাখা স্তূপে মুড়ে আছে। ঠিক তেমন করেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলআফরোজ খানমের নিয়মিত কর্মজীবনের রুটিনও বিদু্যতের অনুপস্থিতিতে চলমান পাখা হঠাৎই স্থবির হওয়ার মতো স্থবির হয়ে পড়ে। তার ৪ বছরের ছোট্ট মেয়ে বর্ণমালার জীবনযাত্রাও আটকে গেল চার দেয়ালে। তখন নিজেকে ও বর্ণমালাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য তার বাসার বারান্দায় প্রকৃতি পরিচর্যা শুরু করেন। বাসার একটি বারান্দায় নানান রকমের সবজি এবং আরেকটি বারান্দায় হরেক রকমের ফুলগাছ লাগিয়েছেন। এছাড়া ঘরের মধ্যে একটা জায়গায় ভার্টিক্যাল গার্ডেন সাজিয়েছেন বিভিন্ন দেশি-বিদেশি উদ্ভিদ দিয়ে। তিনি বাজার থেকে বীজ এনে নিজে হাতে সেগুলো প্রক্রিয়াজাত করে টবে রোপণ করেছেন। ইট-পাথরের উঁচু দালানের বারান্দাতে এরকম প্রকৃতি পরিচর্যার অন্যতম একটি উদ্দেশ্য হলো, তার চার বছরের ছোট্ট মেয়ে বর্ণমালাকে শেখানো। কীভাবে একটা গাছ বড় হয়, কখন ফুল ও ফল দেয় এবং কীভাবে গাছের পরিচর্যা করতে হয়। বাগান থেকে নানান রকমের সবজি নিজ হাতে সংগ্রহ করতে পেয়ে ছোট্ট বর্ণমালা খুবই আনন্দিত হয়।

তার জন্ম এবং বেড়ে ওঠা গ্রামে, তাই মাটি, গাছ ও প্রকৃতির সান্নিধ্য খুব ভালোভাবেই পেয়েছেন। কিন্তু তিনি এখন শহরে বসবাস করায় তার ছোট্ট মেয়ে বর্ণমালা শহরের যান্ত্রিকতা ও করোনার জালে বন্দি। দেশের অপরিকল্পিত নগরায়ণ মানুষকে মাটি, সবুজ প্রকৃতির নির্মলতা থেকে দূরে নিয়ে যাচ্ছে মূলত এজন্য তিনি এই বারান্দায় বাগান করেন যাতে একটু হলেও সবুজ প্রকৃতির উদারতার অনুভব করা যায়। সাম্প্রতিক তিনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং তাতে এই সবজি বাগানের উপর বিভিন্ন কনটেন্ট তৈরি করে ভিডিও আপলোড করেন। এই অল্প দিনের মধ্যেই চ্যানেলের ফলোয়ার প্রায় চার হাজার। তারপ্রন্ধু, সহকর্মী এবং আত্মীয়-স্বজনসহ অনেকে বাগান করার উদ্যোগকে প্রশংসা করেন। অনেকেই বাগান সম্পর্কিত বিভিন্ন রকমের আইডিয়া দিয়ে সাহায্য করেন। এসব থেকে সহজেই বোঝা যায় সবুজ প্রকৃতি বিহীন যান্ত্রিক শহরের দূষিত বায়ুর মানুষ সবুজ প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে