শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং

ক্যাম্পাস ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারীর পরিশ্রম এবং একক প্রচেষ্টায় ১৯৯৫ সালে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এখানে আইন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস অব ল', ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ছাত্রছাত্রী রয়েছে। পারমান্যান্ট শিক্ষকের সংখ্যা প্রায় ২০০। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকরা খন্ডকালীন পাঠদান করে থাকেন। দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্টর্ যাগ্ধিকংয়ের এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যের্ যাগ্ধিকংয়ের দিক থেকে ৭ নম্বর স্থ্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গণেশচন্দ্র সাহা বলেন, 'ছাত্রছাত্রীরা পেশাদার প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য গুরুত্ব দিয়ে ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঠদান দেওয়া হয়। যাতে তারা বর্তমান কর্মক্ষেত্রের প্রতিযোগিতার বাজারে সফলতা অর্জন করতে পারে। 'সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল একটি পেশাদার শিল্প, যার মাধ্যমে শিক্ষার্থীরা নকশা প্রণয়ন, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কাজে একজন শিক্ষার্থী সুশিক্ষিত হয়ে ওঠে। এ কোর্সের জন্য উন্নত গ্রন্থাগার, ম্যাটেরিয়ালস ল্যাব, সার্ভেইং ল্যাব, কম্পিউটার ল্যাব, এনভায়রনমেন্ট ল্যাব চালু করা হয়েছে। 'বর্তমান বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল বিদ্যা নানাভাবে গুরুত্ব বহন করছে এবং এর চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।' ডক্টর গণেশচন্দ্র ভাইস চ্যান্সেলরের চলতি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের উপদেষ্টা হিসেবে সার্বিক দায়িত্বে রয়েছেন। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ফি ধরা হয়েছে মাত্র দুই লাখ ৬১ হাজার ৫০০ টাকা। ডিপেস্নামাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের জন্য টিউশন ফি এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। বিদেশি ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি তিন লাখ ৫০ হাজার টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে 'জ্ঞানই শক্তি' স্স্নোগান সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ স্স্নোগানের গুরুত্ব বহন করে পাঠ্যক্রম চালু রয়েছে। শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে আমরা আপস করি না। সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্র সাইফুল ইসলাম বলেন, এখানে ভর্তি হয়ে সবদিক থেকে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে স্থায়ী ক্যাম্পাস ঢাকার সাঁতারকূলে এক মনোরম পরিবেশ।

যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০, ০১৬১১৩৪৮৩৪৪-৮। িি.িফরঁ.ধপ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে