শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ক্যাম্পাস ডেস্ক
  ১৩ আগস্ট ২০২২, ০০:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ আগস্ট র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্ যালিটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে প্রায় শতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোকো সাইন মারমার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমতল আদিবাসী সংগঠনের সহ-সভাপতি স্বপন তপ্প, সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরন ও সদস্য নিলমনি কিসকু। এছাড়াও জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা ও সদস্য চাইন্দাওয়াং মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের ৪০ লাখ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসীদের জন্য সরকারের কাছে আরেকটি মন্ত্রণালয় স্থাপনের দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় বা উপজাতি হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু বাংলাদেশের আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে