রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে 'ব্যাটল অব ব্রেইনস' অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০

গ্রিন ইউনিভার্সিটিতে দেশের শতাধিক সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'ব্যাটল অব ব্রেইনস (স্টিম এডিশন)' অনুষ্ঠিত হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ১৭ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সায়েন্স অলিম্পিয়াড, সার্কিট অলিম্পিয়াড, ট্যালেন্ট ফিউশন তথা ফটোগ্রাফি-ভিডিওসহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, টেক স্টার্টআপ এক্সপার্ট ইবতেসাম দোহা, ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সুহান, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ফারহানা হেলাল মেহতাব, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এএসএম শিহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে