রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে নতুন বিভাগ উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবনে 'পাবলিক হেলথ' নামে নতুন একটি বিভাগ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ১ নভেম্বর বিভাগটির উদ্বোধন করেন। উদ্বোধনের পরে বিভাগের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হয়। পাবলিক হেলথ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুব হাসান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের পরিচালক ডক্টর ফেরদৌসী কাদরী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলস্নাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে