শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বৃষ্টির জন্য নেছারাবাদে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় 

নেছারাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৮
ছবি-যায়যায়দিন

প্রচণ্ড তাপদাহ ও খরায় দিশেহারা পিরোজপুরের নেছারাবাদ উপজেলা। প্রখর রোদ ও তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৃষ্টি না হওয়ার কারণে মানুষ একটু স্বস্তির জন্য ছুটাছুটি করছে এদিক-ওদিক ।।

পানির অভাবে ফসলের খেত ফেঁটে চৌচির হয়ে পড়েছে। এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮ টার সময় সুটিয়াকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়ে ইসতিসকার নামাজে অংশগ্রহণ করেন।

বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ওলামা পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল আমিন।

মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা বৃষ্টির জন্য কান্নায় ভেঙ্গে পড়েন এবং মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে