রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এই আমাদের দেশ

কিশোর-হারুন
  ০৪ জুন ২০২৩, ০০:০০

মনে পড়ে মেঠো পথ

ভাঁটফুল ঘাস,

গাঁয়ে যেথা নদী বিল

ফিঙে বক হাঁস।

জোনাকির পিছু পিছু

মন চলে ওই,

থেকে থেকে মনে হয়

ফোটে যেন খই!

ছোট ছোট ছেলেমেয়ে

দল বেঁধে যায়,

জল কাদা মাখামাখি

নায়ে দোল খায়।

চোখে ভাসে রূপসীর

মাঠ ভরা ধান,

রোদে পুড়ে তবু শুনি

কৃষকের গান।

সাদা মেঘ কাশফুল

কি দারুণ বেশ!

রূপে গুণে সেরা এই

আমাদের দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে